রূপচর্চায় প্রযুক্তি
শুধু নাক-কান ফোঁড়ানোই নয়; এখন ব্রণ, তিল, মেচেতা, বলিরেখা, অবাঞ্ছিত বিভিন্ন দাগ থেকে শুরু করে মুখের আকৃতি বদল, মেদ কমানো, চুলের খুশকি দূর, নতুন চুল গজানো, ত্বকের জেল্লা বাড়ানোসহ রূপচর্চার নানা কিছুর সমাধান হচ্ছে প্রযুক্তির সাহায্যে। আর এটাও সত্য যে হাতের চেয়ে প্রযুক্তির সাহায্যেই নিখুঁত সেবা পাওয়া যায়। ফলে আস্থাও বাড়ছে মানুষের।
পিয়ারসিং
নাক, কান ও শরীরের বিভিন্ন স্থান ফুটিয়ে অলংকার পরার এই প্রযুক্তি বেশ পুরনোই হতে চলল। পিয়ারসিং প্রযুক্তি এখন পাড়া-মহল্লার পার্লারগুলোতেও পাওয়া যায়।
আরামদায়ক ও ব্যথাহীনভাবে নাক-কান ফোটানো যায় পিয়ারসিং ব্যবহারে। প্রথমে স্থানটিতে বেদনানাশক মেডিসিন প্রয়োগ করা হয় বলে পিয়ারসিং করার সময় কোনো রকম ব্যথা পাওয়া যায় না। নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও।
হ্যান্ড স্টিম
চুলের খুশকি ও অতিরিক্ত তেল চিটচিটে ময়লা দূর করতে গরম ভাপ নেওয়ার পরামর্শ দেন রূপ বিশেষজ্ঞরা। চুলায় পানি গরম দিয়ে টাওয়েলে গরম বাষ্প নিয়ে চুলে প্যাঁচিয়ে এই সেবা নিতেন নারীরা। এই ঝামেলা থেকে মুক্তি দিচ্ছে অটোমেটিক হ্যান্ড স্টিম। এই মেশিনের সাহায্যে খুব সহজেই চুলে স্টিম দেওয়া যায়। এ ছাড়া হেয়ার ট্রিটমেন্টের সময় বিভিন্ন মেডিসিন নিখুঁতভাবে চুলে মেশাতেও দারুণ কার্যকর হ্যান্ড স্টিম।
লেজার হেলমেট
অনেকের চুল পড়ার সমস্যা থাকে। এই সমস্যা থেকে বাঁচতে লেজার হেলমেটের সাহায্য নিচ্ছেন অনেকেই। লেজার হেলমেট ট্রিটমেন্টে শুধু চুল পড়া বন্ধই হয় না, সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করে। এতে লেজার রশ্মি ছাড়াও আছে ভাইব্রেটর। ভাইব্রেটর স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাথা ম্যাসাজ করতে সাহায্য করে। এর ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়ায় নতুন চুল গজাতে সাহায্য করে।
এয়ার গান
ত্বকের চিকিত্সায় অনেক সময় নানা রকম ভিটামিন ও মেডিসিন প্রয়োগের প্রয়োজন হয়। এটা সাধারণত হাত দিয়ে করতে গেলে খুব বেশি ফলাফল পাওয়া যায় না।
এয়ার গান এ ক্ষেত্রে দারুণ কার্যকর। ত্বকের বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে একেক রকম তরল রাসায়নিক এয়ার গানে ভরে ত্বকের ওপর স্প্রে করা হয়।
ভি শেপার
মুখের ভি শেপ এখন বিশ্বজুড়েই নতুন ট্রেন্ড। তারকা থেকে শুরু করে সাধারণরাও ছুটছেন ভি শেপড মুখাবয়বের জন্য। এই যন্ত্র দিয়ে যেমন মুখের আদলে ভি শেপ ভাব আনা যায়, তেমনি মুখের অতিরিক্ত মেদ ঝরাতেও দারুণ কার্যকর যন্ত্রটি। এ ছাড়া মুখের বিভিন্ন রেখা, ত্বকে বেড়ে ওঠা স্পোর দূর করতে সাহায্য করে।
সোবেল নাইফ
ত্বকের ওপর জমে থাকা মরা কোষ দূর করতে ব্যবহার করা হয় সোবেল নাইফ। পাশাপাশি বিভিন্ন ধরনের সাদাকালো ও ছোপ ছোপ দাগ দূর করতেও যন্ত্রটি ব্যবহার করা হয়। অনেকের ত্বকে আঁচিল ও আঁচিলের মতো ছোট ছোট স্পোর জন্ম নেয়। এগুলো ছোট থাকতেই দূর না করলে বড় হয়ে গেলে ঝামেলা হয়। এসব দূর করতেও সাহায্য করে সোবেল নাইফ। নাম নাইফ হলেও এটি দিয়ে কোনো রকম কাটাকুটি করা হয় না। এতে থাকা ভাইব্রেটর ভাইব্রেট করে ত্বকের ভেতর থেকে অবাঞ্ছিত বস্তুটি তুলে নিয়ে আসে।
ত্বক কোমল ও মসৃন করতে ব্যবহার করতে পারেন আমাদের এই ক্রিম গুলো:
(সংগৃহীত)
editor's pick
latest video
news via inbox
Nulla turp dis cursus. Integer liberos euismod pretium faucibua