যে পাঁচ লক্ষণ দেখে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে
অনেকেই মনে করেন ঋতু ভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। তবে এর সঙ্গে একমত নন ত্বক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ত্বকে যদি কোনো সমস্যা থাকে, তবে তা সব সময়েই থাকে। কোনো কোনো মৌসুমে তা মাথাচাড়া দিয়ে ওঠে। এই যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া।
এদিকে গ্রীষ্মকারে এই সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। তা ছাড়া, এখন অফিস যাওয়া-আসাও শুরু হয়েছে। ফলে দীর্ঘক্ষণ বাতানুকূল পরিবেশে কাটাতে হয়। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা।
যেভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে
- ত্বকে চুলকানি, ব্রণ হওয়া।
- ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব।
- বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।
- ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।
- আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।
(সংগৃহীত)
editor's pick
latest video
news via inbox
Nulla turp dis cursus. Integer liberos euismod pretium faucibua